বিশ্বজুড়ে করোনায় আরও সাড়ে ১৩ হাজার মানুষের মৃত্যু

|

বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি ৩২ লাখ ১৬ হাজার ছাড়ালো

বিশ্বজুড়ে আরও সাড়ে ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। মোট প্রাণহানি ছাড়িয়েছে ৩২ লাখ ৮৩ হাজার।

ব্রাজিলে শুক্রবার সোয়া দুই হাজার মানুষ মারা গেছেন করোনায়। আক্রান্ত শনাক্ত হয়েছে সাড়ে ৭৮ হাজারের ওপর। আরও সাড়ে ৭শ’ মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি প্রায় ৫ লাখ ৯৫ হাজার।

একদিনে সাড়ে ৪শ’ মানুষের মৃত্যু হয়েছে কলম্বিয়া ও পোল্যান্ডে। আর্জেন্টিনায় নতুন করে প্রাণ গেছে ৬ শতাধিক মানুষের। দিনে সাড়ে ৮ লাখ মানুষের শরীরের মিললো ভাইরাসটি। মোট সংক্রমিত ১৫ কোটি ৭৫ লাখের বেশি।

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে রেকর্ড মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ হাজারের বেশি মানুষ। আক্রান্ত শনাক্ত আবারও ৪ লাখের বেশি। দেশটিতে এনিয়ে তৃতীয় দিনের মতো ৪ লাখের ঘর ছাড়ালো সংক্রমণ শনাক্তের সংখ্যা। শুধু ভারতই নয়, দৈনিক মৃত্যু এবং সংক্রমণের হিসেবে এ সংখ্যা সারা বিশ্বে সর্বোচ্চ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply