খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনের সিদ্ধান্ত আজ

|

ফাইল ছবি।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনের আইনি সিদ্ধান্ত আজ আইন মন্ত্রণালয় থেকে জানানো হবে। যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এই বিষয়ে গৃহীত সিদ্ধান্তের ফাইলও আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান তিনি। এদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। ভালো আছে অক্সিজেন সেচুরেশন। হাসপাতাল থেকে একটি নির্ভরযোগ্য সূত্র এসব জানিয়েছে।

যেহেতু তার করোনা সংক্রান্ত জটিলতা রয়েছে- যা সহজে নিরাময়যোগ্য না। সেক্ষেত্রে অনেকটা স্থিতিশীল আছেন খালেদা জিয়া। তার বর্তমান শারীরিক অবস্থায় বিদেশে যাওয়া পুরোটাই নির্ভর করছে সরকারের অনুমতি ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। মেডিকেল বোর্ড নিয়মিত পর্যবেক্ষণ করছেন তাকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply