বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের জায়গা দর্শনীয় করতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে: কাদের

|

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের জায়গা দর্শনীয় করে তুলতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকালে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

তিনি বলেন, রেসকোর্স ময়দানে প্রথম গাছ লাগিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটিকে উদ্যান হিসেবে রূপ দিয়েছিলেন বঙ্গবন্ধুই। তাই গাছ কাটা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহবান জানান ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, ৭ মার্চের ভাষণের স্থান ও পাকিস্তানি হানাদার বাহিনীর সারেন্ডার করার স্মৃতি মুছে ফেলার জন্য জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্রপতি হয়ে এই উদ্যানের অধিকাংশ জায়গা জুড়ে শিশুপার্ক করেছিলো। পরিবেশবাদীরা তখন প্রশ্ন তোলেন নাই কেন? কারো মুখে একটা কথাও সেদিন আমরা শুনতে পায়নি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply