নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের ৪ সদস্য গ্রেফতার

|

পুলিশ ও বিজিবি স্থাপনার ওপর হামলাসহ বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিলো নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম। নাশকতার অভিযোগে ৪ সদস্যকে গ্রেফতারের পর এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।

রোববার সকালে এক সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান দাবী করেন, আটককৃতরা নিজেদের নাশকতা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বছিলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যাগ, চাপাতি, ৫টি স্মার্ট ফোন ও দুটি ল্যাপটপ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে সিলেট এবং ঢাকায় পুলিশ ও বিজিবির যেকোনো একটি স্থাপনা বা সদস্যদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনা করা হয়েছিলো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply