সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা নিয়ে হাইকোর্টে আদালত অবমাননা মামলা

|

সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার ঘটনায় হাইকোর্টে আদালত অবমাননা মামলা করা হয়েছে।

রোববার হাইকোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ মামলাটি করেন। এতে গাছ কাটার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। রেস্টুরেন্ট নির্মাণ বন্ধ এবং আদালত অবমাননার রুল চাওয়া হয়েছে। একই সাথে সোহরাওয়ার্দী উদ্যানে কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে তার এফিডেভিট আদালতে জমা দিতেও বলা হয়েছে।

এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. শামিম আখতার এবং প্রধান স্থপতি মীর মনজুর রহমানকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন মনজিল মোরসেদ। নোটিশের জবাব না দেয়ায় আদালত অবমাননার মামলা করা হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা সংরক্ষণের নির্দেশনা চেয়ে ২০০৯ সালে রিট করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ৬ জুলাই হাইকোর্ট কয়েক দফা নির্দেশনাসহ রায় দেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply