রানা প্লাজা মালিকের তিন বছরের কারাদণ্ড

|

সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানাকে দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দুপুরে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইমরুল কায়েস এ রায় দেন। গত ২২ আগস্ট মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালে রানা ও তার স্ত্রীসহ নির্ভরশীলদের সব স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব চায় দুদক। হিসাব জমা না দেয়ায় ২০১৫ সালের ২০ মে রমনা থানায় রানার বিরুদ্ধে মামলা করা হয়। রানার বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন ২০১৭ সালের ২৩ মার্চ। এছাড়া রানা প্লাজা দুর্ঘটনায় হত্যা ও ইমারত আইনে আরও দুটি মামলার বিচার কাজ চলছে সোহেল রানার বিরুদ্ধে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply