গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত

|

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেলো শিশুসহ কমপক্ষে ২০ জনের। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সোমবার (১০ মে) রাতের অভিযানে আরও ৬৫ জন গুরুতর আহত।

নিহতদের মধ্যে হামাসের এক কমান্ডার রয়েছেন বলেও নিশ্চিত করছে গণমাধ্যমগুলো।গত কয়েকদিন ধরেই আল আকসা মসজিদ এবং পূর্ব জেরুজালেমের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের ওপর সাঁড়াশি অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এলোপাথাড়ি হামলায় ইতোমধ্যে ছয় শতাধিক মানুষ আহত হয়েছে।

এরই প্রতিবাদে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছোঁড়ে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। তাতে বেসামরিক ক্ষয়ক্ষতির কথা জানান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরাসরি হামাসের ওপর অভিযান চালানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, সীমা লঙ্ঘনকারী সংগঠনটিকে এসব হামলার মূল্য চুকাতে হবে।

এদিকে আবারও সোমবার (১০ মে) আল-আকসা মসজিদের ভেতরে তাণ্ডব চালিয়ে জেরুজালেম দখলে নেয়ার ‘দিন’ উদযাপন করলো ইসরায়েল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply