কোয়াড নিয়ে চীন আগ বাড়িয়ে মন্তব্য করেছে: পররাষ্ট্রমন্ত্রী

|

বঙ্গবন্ধুর দূরদর্শিতার কারণেই বাংলাদেশ দ্রুত বিশ্বের স্বীকৃতি লাভ করেছিল

কোয়াড নিয়ে চীন ‘আগ বাড়িয়ে’ মন্তব্য করেছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। দেশটির এই আচরণ দুঃখজনক বলেও মনে করেন তিনি।

মঙ্গলবার (১১ মে) সকালে ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের জোট কোয়াডে যোগ দেয়ার কোনো প্রস্তাব এখনো বাংলাদেশ পায়নি। প্রস্তাব পেলে যোগ দেয়া না দেয়ার সিদ্ধান্ত বাংলাদেশ স্বাধীনভাবে নেবে বলেও জানান তিনি। কাজেই চীনা রাষ্ট্রদূত এ নিয়ে যে মন্তব্য করেছেন তাতে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সচরাচর চীন অন্য দেশের বিষয়ে এভাবে বলে না বলে উল্লেখ করেন তিনি।

এ জন্য ঢাকায় চীনের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো বার্তা দেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সব কাজ গণমাধ্যমকে জানিয়ে করতে হয় না।

এর আগে, ঢাকায় নেপালের রাষ্ট্রদূতের হাতে কোভিড চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply