পাকিস্তান নয়, দেশের লিগেই খেলবেন সাকিব

|

ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলতে সিসিডিএমের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার যাচাই বাছাই শেষে সাকিবের আবেদন পত্র বিসিবির কাছে প্রেরণ করেছে সিসিডিএম। ঈদের ছুটি শেষে জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত।

১২ মাস সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা থাকায় সাকিব গেলো মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে দল বদলে অংশ নিতে পারেননি মিস্টার আল হাসান। তবে করোনায় প্রিমিয়ার লিগ ক্রিকেট পিছিয়ে যাওয়ায় নতুন করে সুযোগ এসেছে সাকিব আল হাসানের সামনে। আর মোহামেডানও মুখিয়ে আছে সাকিবকে দলে ফেরাতে। তবে প্রিমিয়ার লিগের কারণে পাকিস্তানের পিসিএলএ খেলছেন না সাকিব আল হাসান।

সবকিছু ঠিক থাকলে বিপুল পরিমাণ পারিশ্রমিকের বিনিময়ে এবারের টি-টোয়েন্টি ফরম্যাটের লিগে মোহামেডানের হয়ে মাঠে দেখা যাবে সাকিব আল হাসানকে। সেই সাথে থাকবেন তাসকিন, রাহি, নাদিফ, শুভাগত, শামছুর রহমান, ইরফান শুক্কুররা। শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ৩১ মে মাঠে ঢাকা প্রিমিয়ার লিগ গড়াবার কথা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply