করোনাভাইরাস প্রতিরোধের ক্ষমতা তৈরি করেছে টিকা: আইইডিসিআর

|

অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার এক মাস পর ৯২ শতাংশ আর দুই মাস পর ৯৭ শতাংশের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় বলে জানিয়েছে আইইডিসিআর।

১২০ জনের ওপর গবেষণা চালিয়ে এই ফলাফল দেখতে পেয়েছে আইইডিসিআর ও আইসিডিডিআরবি। প্রতিষ্ঠানটি গত সাত ফেব্রুয়ারি টিকা দেয়া শুরু হওয়ার পর থেকে টিকা গ্রহণকারীদের রক্তে করোনা অ্যান্টিবডির উপস্থিতি সংক্রান্ত এই গবেষণা পরিচালনা করে।

এ গবেষণায় সকল বয়সের টিকা গ্রহীতার শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। টিকা গ্রহীতাদের মধ্যে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের শরীরে চারগুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply