টেকনাফে কুয়া পরিষ্কার করতে নেমে মারা গেলেন দুই শ্রমিক

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে কুয়া পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার দুপুরে পৌরসভার কায়ুকখালী পাড়া এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত দুই শ্রমিক হলেন, কলেজপাড়া এলাকার মো. ফরহাদ (১৫) ও পুরানপল্লান পাড়া এলাকার রহমত উল্লাহ (২৬)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। বিষাক্ত গ্যাসক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। তিনি বলেন, তবে প্রকৃত কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে পৌরসভার কায়ুকখালী পাড়ার একটি বাড়ির প্রাঙ্গনে কুয়া পরিষ্কার করতে নামেন দুই শ্রমিক। প্রথমে একজন ভেতরে নামার পর অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পাওয়ায় দ্বিতীয় জন ভেতরে নামেন। এরপর বেশ কিছুক্ষণ পরও তাদের কারো কোনো সাড়াশব্দ না পাওয়া যাওয়ায় স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে কুয়ার ভেতর থেকে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের জরুরী বিভাগের চিকিৎসক তন্ময় সরকার বলেন, মৃত অবস্থায়ই তাদেরকে হাসপাতালে আনা হয়েছিলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply