গ্রামের সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন জামাল

|

জামালপুরের ছেলে জামাল ভূঁইয়া এখন আছেন তার গ্রামের বাড়িতে। জন্ম ডেনমার্কে হলেও বাংলাদেশের প্রতি বেশ টান এই ফুটবলারের। তাইতো ঈদ করতে তিনি ছুটে গিয়েছেন তার গ্রামের বাড়ি জামালপুরের নান্দাইলে। শুধু ঈদ নয়, যখনই সময় পান জামাল, ছুটে যান গ্রামের বাড়িতে।

এবার ঈদে তিনি গিয়েছেন তার গ্রামের মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে। সেই সাথে গত (১৩ মে) বৃহস্পতিবার গ্রামের মানুষকে দিয়েছেন ঈদ উপহার। জামালের চাচাতো ভাইয়েরা তার হয়ে গ্রামের ৩০০ দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন।

ফেসবুক পেজে ঈদ উপহার বিতরণের ছবি পোস্ট করে এমন খবর নিশ্চিত করেছেন জামাল ভূঁইয়া। তিনি সেখানে লেখেন, ‘আমি ও আমার পরিবারের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে গ্রামের মানুষদের চাল, আলু, পেঁয়াজ, ডাল, আটা, নুডলস, চিনি ও বিস্কুট বিতরণ করেছি, যেন সবাই আনন্দে ঈদ উদযাপন করতে পারেন।’

এর আগেও গ্রামের মানুষকে সাহায্য করলেও এবারই প্রথম ঈদ উপলক্ষে নিজের হাতে মানুষের মাঝে উপহার বিতরণ করলেন এই ফুটবলার। ঈদের পরই ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন অধিনায়ক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply