টাঙ্গাইলে গণপরিবহন চালুসহ পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

|

টাঙ্গাইল প্রতিনিধি:

গণপরিবহন চালুসহ পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।
আজ বেলা ১০টা হতে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।

পেটে ভাত নাই গাড়ি চালাতে চাই, সারাদেশে বাস ও ট্রাক টার্মিনাল গুলোতে পরিবহন শ্রমিকদের মধ্যে ১০ টাকা ওএমএসর চাল বিক্রির ব্যবস্থা করতে হবে, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা দেওয়ার দাবিসহ পাঁচ দফা দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, মহাসচিব গোলাম কিবারিয়া বড় মনি, জেলা বাস মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি খন্দকার আহসানুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসসহ আরো অনেকে।

বক্তারা বলেন, সরকারের পক্ষ থেকে আড়াই হাজার টাকা করে দেওয়ার কথা থাকলেও তা আজও পাইনি। অপর দিকে করোনাভাইরাসের কারণে বাসের রেজিষ্ট্রেশন, রোড পারমিট, ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স এক বছরের জন্য ফ্রি করতে হবে। এ দিকে মহাসড়কের ট্রাক, পিক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে গণপরিবহনের যাত্রী বহন করা হলে মহাসড়ক বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন নেতারা। তাদের এই দাবি মানা না হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply