ভাইরাল হয়েছে সালমান খান-সোনাক্ষী সিনহার জুটির রোমান্স ভিডিও। দাবাং সিরিজ দিয়ে আগেই দর্শকদের মন জয় করে নিয়েছেন এই জুটি। এবার আসছেন ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ নিয়ে। এরই মধ্যে এ ছবির একটি গান সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
‘নয়না ফিসাল গায়ি’ শিরোনামের গানটির শুটিং হয়েছে নিউইয়র্কে। গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এ নিয়ে নস্টালজিক সোনাক্ষী বলেছেন, দাবাং ও দাবাং-টু’র পর সালমানের সঙ্গে এ রকম রোমান্টিক দৃশ্য শুট করে খুব নস্টালজিক লাগছিল। গানটি অসাধারণ। আমি মনে করি, এটি ছবিটির বড় আকর্ষণ হবে।
আর ছবির পরিচালকের কথা, এই জুটির কেমিস্ট্রি দারুণ। তারা পর্দা গরম করে দেয়। দু’জনের বোঝাপড়াটা এতটাই চমৎকার যে, মাত্র এক ঘণ্টায় গানটির শুট হয়ে গেছে।
২৩ ফেব্রুয়ারি এটি মুক্তি পেতে যাওয়া সিনেমাটিতে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করছেন গুণী পরিচালক ও অভিনেতা করন জোহর। দু’জন অল্প বয়সী ছেলেমেয়ের জীবনে নানা মজার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply