বাংলাদেশ যা করেছে, ফিলিস্তিনের ইতিহাসে তা আজীবন লেখা থাকবে: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

|

শুরু থেকেই স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের পাশে আছে বাংলাদেশ। কেবল বিবৃতি-বক্তব্য নয়, বিভিন্ন সময়ে সৈন্য ও চিকিৎসা সরঞ্জাম নিয়েও ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে ঢাকা। এই অবদানের কথা স্মরণ করে ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান তাদের জন্য প্রার্থনার আহ্বান জানান।

ফিলিস্তিনে ভয়ংকর পরিস্থিতি চলছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষ আমাদের জন্য যা করেছে, তা ফিলিস্তিনের ইতিহাসে আজীবন লেখা থাকবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা নিরাপদে স্বাধীনভাবে বাঁচতে পারি।

রাষ্ট্রদূত জানান, কেবল গাজা নয়, পশ্চিম তীরসহ পুরো ফিলিস্তিন এমনকি ইসরাইলের কিছু অংশেও শুরু হয়েছে প্রতিরোধ। স্বাধীনতাকামী এইসব মানুষের বিশ্বাস, সত্য আর ন্যায়ের জয় হবেই।

ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে প্রায় বিশ বছর জন্মভূমিতে ফিরতে না পারা এই কূটনীতিক জানান, তার দেশের মানুষকে করোনার ভ্যাকসিনও দেয়নি ইসরাইল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply