মুম্বাইয়ে হঠাৎ বৃষ্টিতে বন্যা পরিস্থিতি

|

হঠাৎ তীব্র বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতের মুম্বাইয়ে। সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে নগরীর ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। মঙ্গলবার সকাল থেকে মুষলধারায় বৃষ্টি শুরু হয় নগরীটিতে।

ঘণ্টা না পেরোতেই নগরীর বিভিন্ন এলাকায় জমে যায় কোমর সমান পানি। মুম্বাই ও এর আশপাশের এলাকাগুলোতে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। বেশ কিছু এলাকায় টানা ৪৮ ঘণ্টা বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। বলা হচ্ছে, ২০০৫ সালের পর গত এক যুগে এমন ভারী বৃষ্টি দেখেনি মুম্বাইয়ের বাসিন্দারা।

এরই মধ্যে, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হওয়ার জন্য পরামর্শ দিয়েছে প্রশাসন। জরুরি পরিস্থিতির জন্য বিপুলসংখ্যক উদ্ধারকর্মী নিয়ে প্রস্তুত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর।

যমুনা অনলাইন: আরএএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply