পটুয়াখালীতে দুর্বৃ‌ত্তের ছু‌রিকাঘা‌তে ব্যবসায়ীর মৃত্যু

|

????????????????????????

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপ‌জেলায় দুর্বৃ‌ত্তের ছু‌রিকাঘা‌তে মো. ম‌নির শিকদার (৩৭) না‌মের এক ব্যবসায়ীর মৃত্যু হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দি‌কে উপ‌জেলার কাটাখালী গ্রা‌মে রাত ১টার দি‌কে পা‌শের উপ‌জেলা কলাপাড়া স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে আনার প‌থে তি‌নি মারা যান। ম‌নি‌রের লাশ পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে কলাপাড়া থানা পু‌লিশ। এদিকে ঘটনার প্রকৃত কারণ উদঘাট‌নে জিজ্ঞাসাবা‌দের জন্য সন্দেহভাজন হিসেবে চার‌জন‌কে আটক ক‌রে‌ছে রাঙ্গাবালী থানা পু‌লিশ।

আটককৃতরা হ‌লেন: ম‌শিউর রহমান রিবু (২৫), ইদ্রিস মৃধা (২৫), রা‌জিব শিকদার (২৫) হৃদয় (২০)। এদের সবার বাড়ি ঘটনাস্থ‌লের আশেপাশের এলাকায়।

নিহত ম‌নির কাটাখালী গ্রা‌মের মোস‌লেম শিকদা‌রের ছে‌লে এবং সে মুদি ম‌নোহ‌রি দোকা‌ন ব্যবসায়ী। নিহত ম‌নিরের বো‌নের ছে‌লে মো. নাজমুল জানান, শুক্রবার রাত আনুমা‌নিক ৯টার দি‌কে ‘মা মা’ ব‌লে চিৎকার শুনে দোকান থে‌কে বের হন। এসময় টর্চলাইট নিয়ে একটু সাম‌নে গি‌য়ে রাস্তার পা‌শে রক্তাক্ত অবস্থায় তার মামা‌কে সনাক্ত ক‌রেন।

প‌রে গুরুতর জখম অবস্থায় ট্রলা‌রে ক‌রে পা‌শের উপ‌জেলা কলাপাড়া স্বাস্থ্য কমপ্লে‌ক্সে নি‌য়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডা. চিন্ময় হাওলাদার জানান, রাত ১টার সময় রোগী‌কে মৃত অবস্থায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। তার বু‌কের দুইপা‌শে মারাত্মক রক‌মের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হ‌য়ে‌ছে। তার শরী‌রের আ‌রও বি‌ভিন্ন স্থা‌নে আঘা‌তের চিহ্ন রয়েছে।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এখন পর্যন্ত এটি একটি ক্লু‌লেস ঘটনা। তারপ‌রেও স্থানীয় সন্দেহভাজন হিসে‌বে চার‌জন‌কে জিজ্ঞাসাবা‌দের জন্য থানায় আনা হ‌য়ে‌ছে। নিহত প‌রিবা‌রের পক্ষ থে‌কে এখনও কোনো ধর‌নের অ‌ভি‌যোগ দেয়া হয়‌নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply