গোপালগঞ্জে আসামি ধরতে গিয়ে বাড়ির লোককে পেটালো পুলিশ

|

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে চুরি মামলার আসামিকে ধরতে গিয়ে আসামির ছেলে ও পুত্রবধূকে বেধড়ক মারপিট করে আহত করেছে পুলিশ।

আজ শনিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের কাজির বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে চুরি মামলার আসামি কাইয়ুম মোল্লাকে সাধারণ পোশাকে ধরতে যায় গোপালগঞ্জ সদর থানার এসআই অজিত কুমার সরকার ও এএসআই সাইদুর রহমান। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাইয়ুম দৌড়ে পালিয়ে যায়। এই রাগে ওই দুই পুলিশ সদস্য ইনছানকে বাঁশ দিয়ে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে। এ সময় ইনছানের স্ত্রী ঠেকাতে আসলে তাকেও মারপিট করে আহত করে ও তাদের শিশুপুত্রকে তার মায়ের কোল থেকে ছিটকে ফেলে
দেয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বাড়ির সামনে সড়কে গাছের গুড়ি ফেলে ওই দুই পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ নিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে এবং আহত স্বামী ও স্ত্রীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ডাকাতিসহ একাধিক চুরি মামলার আসামি কাইয়ুম মোল্লাকে গ্রেফতার করতে গেলে আহত দুইজন বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply