রাশিয়ায় দ্রুত কবর খোঁড়ার প্রতিযোগিতা!

|

মহামারির ভয়াবহতার মধ্যে অদ্ভুত এক প্রতিযোগিতা হয়ে গেলো রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে। নভোসিবিরস্ক এলাকায় দ্রুত কবর খোঁড়ার লড়াইয়ে নামে আটটি দল।

গতকাল শুক্রবার (১৪ মে) অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। প্রতিটি দলকে দ্রুততম সময়ের মধ্যে একটি করে কবর খুঁড়তে বলা হয়।

অবশ্য কেবল সবার আগে কাজ শেষ করলেই হবে না, কবরের মাপ হতে হবে নিখুঁত। সঠিক মাপে খোঁড়া হলো কিনা তা যাচাইয়ে ব্যবহার করা হয় সত্যিকার কফিন। মাত্র ৩৮ মিনিটে নিখুঁত কবর খুঁড়ে প্রতিযোগিতায় প্রথম হয়েছে ‘নাসলেইদ’ নামে একটি গোরস্থানের কর্মীরা। বিজয়ী হিসেবে পেয়েছে ৩০ হাজার রাশিয়ান রুবল।

উদ্যোক্তারা বলছেন, শেষকৃত্যের কর্মীদের গুরুত্ব তুলে ধরা এবং এ পেশায় তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার জন্যই এ আয়োজন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply