কবি চঞ্চল আশরাফের নভেলা

|

গল্প-গদ্য লিখলেও চঞ্চল আশরায়ের পরিচয় মূলত কবি হিসেবে। এবার বইমেলায় একটি নভেলা প্রকাশ পেয়েছে নব্বই দশকের অন্যতম শক্তিশালী এই কবির। এপ্রসঙ্গে তিনি জানান- ‘নভেলা। লিখেছিলাম ২০১৪ সালের জুনে। লিখতে ১৮ দিন লেগেছিল। এবারের একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো। প্রিয়বাংলা প্রকাশন থেকে। পাওয়া যাচ্ছে এই প্রকাশকেরই স্টলে। নম্বর ৬৬৫। সোহরাওয়ার্দী উদ্যানে। বহেরাতলার লিটলম্যাগ চত্বরেও পাওয়া যাচ্ছে। প্রিয়বাংলার স্টলে।’

বই প্রকাশের অভিজ্ঞতা জানতে চাইলে চঞ্চল জানান, ‘বিশেষত আমার একটা উপন্যাস প্রকাশের কথা ছিল সব্যসাচী প্রকাশন থেকে, নভেম্বরেই প্রকাশক পাণ্ডুলিপি নিয়ে গেছিলেন বাসায় এসে, কিন্তু সময়ক্ষেপনের পর দু’দিন আগে জানিয়েছেন যে তার অর্থনৈতিক সমস্যা, বইটি বের করতে পরবেন না। আমার প্রকাশনাভাগ্য বরাবরই খারাপ। এবার তবু একটি নভেলা বের হলো, প্রিয়বাংলা প্রকাশনী থেকে, নাম ‘হাওয়া, মৃতের শহরে’।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply