সেঁজুতি বড়ুয়ার প্রথম কবিতার বই ‘হৃৎ’

|

সেঁজুতি বড়ুয়া লিখছেন ১৯৯৯ সাল থেকেই বিভিন্ন পত্রপত্রিকা ও লিটল ম্যাগে। দীর্ঘ ১৮ বছর পর এবারের একুশে বইমেলায় তার ১ম কবিতার বই ‘হৃৎ’ প্রকাশিত হয়েছে। বইটি মেলার ১ম দিন থেকে পাওয়া যাচ্ছে প্রকাশক রাজীব চৌধুরীর চৈতন্য প্রকাশনীতে। ‘হৃৎ’-এর প্রচ্ছদ করেছেন শিল্পী রাজীব দত্ত। বইটির মূল্য ১৫০ টাকা। তবে মেলায় ২৫% ছাড়ে ১১০ টাকায় পাওয়া যাচ্ছে।

সেঁজুতির গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে, মহামুনি পাহাড়তলিতে। তবে জন্ম কর্ণফুলির অপরূপ নিসর্গঘেরা গ্রাম পটিয়ার কোলাগাঁও-এ, মামা বাড়িতে। ঢাকাতেই বেড়ে ওঠা, পড়াশোনা, জীবন-জীবিকা সবকিছু। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি প্রবল আগ্রহ। ১৯৯৯ সালে দৈনিক মুক্তকণ্ঠে কবিতা দিয়ে কবিজীবনের আত্মপ্রকাশ। বিভিন্ন জাতীয় দৈনিকের সাহিত্য সাময়িকী, বিশেষ সংখ্যা, লিটল ম্যাগে নিয়মিত প্রকাশিত হয়েছে অসংখ্য কবিতা ও গল্প। দীর্ঘদিন ধরে বিজ্ঞাপনী সংস্থায় ক্রিয়েটিভ বিভাগে কর্মরত। কাজ করছেন নারী ও শিশুর অধিকার, স্বাস্থ্য, স্যানিটেশন, শিক্ষা, মানবাধিকার সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও নারী অভিবাসী কর্মীদের বিভিন্ন ইস্যু নিয়ে। যদিও ক্যারিয়ার শুরু হয় সাংবাদিকতা দিয়ে। ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে লিখেছেন দৈনিক সমকাল-এ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply