বিক্ষোভ দমনে এবার ড্রোন থেকে টিয়ার গ্যাস ফেলছে ইসরায়েলি বাহিনী

|

বিক্ষোভ-প্রতিবাদ দমনে এবার ড্রোন থেকে টিয়ার গ্যাস ফেলছে ইসরায়েলি বাহিনী। রোববার বেইত আল এলাকার ফিলিস্তিনিরা ছিলো এর লক্ষ্যবস্তু।

২০১৮ সালে গাজা সীমান্তে বিক্ষোভ দমনে প্রথমবার এ ধরনের ড্রোন ব্যবহার করেছিলো ইসরায়েলি বাহিনী। গেলো মাসে যুদ্ধাস্ত্র হিসেবে এর সর্বাত্মক ব্যবহারের অনুমতি দেয় দেশটির পুলিশ। ড্রোনগুলো ৬ থেকে ১২টি টিয়ারগ্যাসের ক্যান বহনে সক্ষম। জরুরি সময় সংগ্রহে রাখতে পারে এর চেয়ে বেশি গ্যাস বহনকারী কৌটা।

ইসরায়েলের দখলকৃত বেইত আলের বাসিন্দারা স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বহুদিন ধরেই বিক্ষোভ করে আসছে। সাম্প্রতিক সহিংসতা বন্ধেও সোচ্চার তারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply