করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে সরকার চিন্তিত: স্বাস্থ্যমন্ত্রী

|

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে সরকার চিন্তিত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ভারতের কাছে তিন কোটি ডোজের অর্ডার আছে। তার মধ্যে ৭০ লাখ পাওয়া গেছে।

আজ সোমবার (১৭ মে) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট খুব বেশি ছড়ায়নি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুরপাল্লার বাস ও সীমান্ত বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে।

তিনি আরও বলেন, ২৫ বা ২৬ মে থেকে চীনের টিকা দেয়ার প্রক্রিয়া শুরু হবে। ভ্যাকসিন আমদানি সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সমন্বিতভাবে কাজ চলছে।

রাশিয়ার সঙ্গে টিকা নিয়ে নেগোসিয়েশন চূড়ান্ত পর্যায়ে আছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply