বিশ্বজুড়ে চলা প্রতিবাদ উপেক্ষা করেই ফিলিস্তিনে অব্যাহত ইসরায়েলি বর্বরতা

|

আন্তর্জাতিক আহ্বান আর বিশ্বজুড়ে চলা প্রতিবাদ উপেক্ষা করেই ফিলিস্তিনে অব্যাহত আছে ইসরায়েলি বর্বরতা।

সোমবার রাতভর বিমান হামলায় আরও ২০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১২ জনে। যার মধ্যে ৬১ শিশুও আছে। সব মিলিয়ে আহত দেড় হাজার ফিলিস্তিনি। বিমান হামলার পাশাপাশি দূরপাল্লার কামান থেকে চলে ভারী গোলাবর্ষণ।

সোমবার রাতের হামলায় ধ্বংস হয়েছে একটি প্রসূতি হাসপাতালসহ ২টি চিকিৎসা কেন্দ্র। যেখানে চিকিৎসাধীন ছিলেন অনেক নারী এবং ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিরা। যদিও ইসরায়েলের দাবি হতাহত ফিলিস্তিনিদের বেশিরভাগই হামাসের সদস্য।

এদিকে, আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট জানিয়েছে, তাদের হাসপাতাল এবং কার্যালয় লক্ষ্য করেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply