ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন বাইডেন

|

ইসরায়েলের কাছে ৭৩৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, গেলো ৫ মে অস্ত্র বিক্রির বিষয়টি সম্পর্কে অবহিত করা হয় মার্কিন কংগ্রেসকে।

বাইডেনের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন বেশ কয়েকজন ডেমোক্রেট সিনেটর।
তারা বলেন, প্রস্তাবিত স্মার্ট বোমা বিক্রির ফলে কেবল আরও হত্যাযজ্ঞই চালানো সম্ভব হবে।

এদিকে, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার শুরুর ৮ দিন পর অস্ত্র বিরতির আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মিসরসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে নিয়ে দুই দেশের মধ্যে চলমান সংকট সমাধানের চেষ্টা করবেন বলে জানান বাইডেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply