সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে ক্রীড়া সাংবাদিকদের প্রতিবাদ

|

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, মামলা ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন নীরব প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা।

শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন শুরুর আগে ব্যানার হাতে গ্যালারিতে একত্রিত হন ক্রিকেট বিটের সংবাদকর্মীরা। তাদের হাতে ছিলো ব্যানার যেখানে লেখা ছিলো ‘জার্নালিজম ইজ নট এ ক্রাইম’ যার বাংলা ‘সাংবাদিকতা অপরাধ নয়’। হ্যাশট্যাগে ছিলো সাংবাদিক রোজিনার মুক্তির আবেদন।

এর আগে আজ মঙ্গলবার (১৮ মে) সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন কাভার করতে আসা সাংবাদিকরা ক্যামেরা ও বুম অ্যাথলেটিকস ট্র্যাকে রেখে জানান নীরব প্রতিবাদ।ওঃ
উল্লেখ্য, অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগে সোমবার রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় আজ সকালে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে তাকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী এ মামলা দায়ের করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply