পশ্চিমবঙ্গে ভেড়া নিয়ে রাজভবনের সামনে অভিনব প্রতিবাদ যুবকের (ভিডিও)

|

পশ্চিমবঙ্গে ভেড়া নিয়ে রাজভবনের সামনে অভিনব প্রতিবাদ যুবকের

পশ্চিমবঙ্গে চলমান রাজনৈতিক টানাপোড়েনের অভিনব প্রতিবাদ জানালেন কলকাতার এক যুবক। গভর্নরের কার্যালয় রাজভবনের সামনে মঙ্গলবার ভেড়া নিয়ে হাজির হন তিনি। নেতাদের আচরণকে তুলনা করেন ভেড়ার সাথে।

নারদ মামলায় চার তৃণমূল নেতার গ্রেফতারের ঘটনায় যখন উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি, তখন রাজভবনের মতো হাই সিকিউরিটি জোনে অর্ধডজন ভেড়ার পাল নিয়ে অবস্থান নেন সুমন নামের এই ব্যক্তি। নিজেকে সিটিজেন অ্যাগেইনস্ট ডার্টি পলিটিক্স অ্যান্ড করাপশন সংগঠনের কর্মী দাবি করেন তিনি।

বেশ খানিকটা সময় রাজভবনের গেটের সামনে অবস্থান করেন সুমন। তাকে ঘিরে জড়ো হন গণমাধ্যমকর্মীরা। পরে পুলিশ সরিয়ে দেয় তাকে। তবে পুরো ঘটনায় আইন শৃংখলা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। একদিন আগে সিবিআইয়ের দফতরে তৃণমূলের বিক্ষোভ, আর তার একদিন পর ভেড়া নিয়ে প্রতিবাদ, দু’টি ঘটনাতেই কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করেন তিনি।

ভিডিও

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply