আঙিনায় করতেন গাঁজা চাষ, ২৪টি চারাসহ ধরা পড়লেন র‍্যাবের হাতে

|

বাড়ির আঙিনায় চাষের রীতি নতুন নয়। কিন্তু কক্সবাজারের মোস্তাক আহমেদ ফলমূল, শাকসবজি বাদ দিয়ে শুরু করেছিলেন গাঁজা চাষ। ফলাফল ২৪টি গাঁজা চারাসহ আটক হলেন র‍্যাবের হাতে। 

বুধবার কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়ার একটি বাড়ি থেকে ২৪টি গাঁজা গাছের চারা ও ৪০০ গ্রাম শুকনো গাঁজাসহ মাদক কারবারি মোস্তাক আহমদকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-১৫’র সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত সাড়ে ৮ টার দিকে এ অভিযানটি পরিচালিত হয়। গাঁজা চাষ ও গাঁজা বেচাকেনার খবর পেয়ে একটি আভিযানিক দল ঘটনাস্থলে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় আটক করা হয় মোস্তাককে। পরে মোস্তাকের কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৪০০ গ্রাম গাঁজা ও তার বাড়ির আঙ্গিনার একটি জমি থেকে ২৪টি গাঁজা গাছের চারা উদ্ধার করে র‍্যাব। পরে উদ্ধারকৃত গাঁজা গাছের চারা ও শুকনো গাঁজাসহ মোস্তাককে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply