বেতন ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে তারাপুর চা বাগান শ্রমিকরা

|

সিলেট প্রতিনিধি:

বেতন ভাতার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেটের আলোচিত তারাপুর চা বাগানের শ্রমিকরা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে একঘণ্টা অবস্থান করেন তারা। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালাসহ শ্রমিক নেতারা।

বক্তারা অভিযোগ করেন, গেলো দু’সপ্তাহ যাবত তাদের বেতন ভাতা পরিশোধ করা হচ্ছেনা। এছাড়াও কর্তৃপক্ষের অবহেলার কারণে চিকিৎসা, বাসস্থানের অপ্রতুলতাসহ নানা সমস্যায় জর্জরিত তারা।

উল্লেখ্য, সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগিব আলী প্রায় তিনদশক আগে দেবোত্তর সম্পত্তির অন্তর্ভুক্ত এই চা বাগান জালিয়াতির মাধ্যমে বেদখল করেন। পরে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের রায়ে রাগিব আলীর দখলমুক্ত হয় বাগানটি। আদালতের নির্দেশনা অনুযায়ী ১১ সদস্যদের কমিটি বাগানটি পরিচালনা করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply