যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি এখনও ইসরায়েলের পাশেই: বাইডেন

|

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি এখনও ইসরায়েলের পাশেই: বাইডেন

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি এখনও ইসরায়েলের পাশেই আছে এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের সম্মেলনে জানান, ফিলিস্তিন ইস্যুতে অবস্থান বদলাবে না যুক্তরাষ্ট্রের।

হামাস-ইসরায়েল অস্ত্রবিরতি স্থায়ী হবে বলেও আশাবাদ জানান বাইডেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সহিংসতা আর সংকট থেকে উত্তরণের একমাত্র পথ দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নিরাপত্তা প্রয়োজন এমন কথাও বলেন। হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, সমগ্র ফিলিস্তিনের বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয়া উচিত মাহমুদ আব্বাসকে। গাজায় নিরীহ মানুষের পাশে দাঁড়াতে ও বিধ্বস্ত উপত্যকা পুনর্গঠনে সহায়তার আশ্বাসও দেন মার্কিন প্রেসিডেন্ট।

জো বাইডেন আরও বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিয়ে আমার অবস্থানের কোনো হেরফের হয়নি। আমার দল তাদের সমর্থন দিচ্ছে। একটি বিষয় সরাসরি বলতে চাই, যতদিন স্বাধীন ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অধিকার স্বীকার না করা হবে ততদিন পর্যন্ত ওই অঞ্চলে স্থিতিশীলতা আসবে না।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply