সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে ৪০টি মরদেহের সন্ধান!

|

সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে ৪০টি মরদেহের সন্ধান!

এল সালভাদরে সাবেক এক পুলিশ কর্মকর্তার বাড়িতে মিলেছে রহস্যময় গণকবর। যাতে অন্তত ৪০টি মরদেহ আছে বলে ধারণা করা হচ্ছে।

ঘরের মেঝে ও বাগানে চলছে খোঁড়াখুঁড়ি। উঠে আসছে একের পর এক লাশ। এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ২৪ জনের মরদেহ; যার বেশিরভাগই নারীদের। একজন পুলিশ কর্মকর্তার বাড়িতে এত লাশ কিভাবে এলো, তা নিয়ে তোলপাড় চলছে মধ্য আমেরিকার দেশটিতে।

ধারণা করা হচ্ছে, টার্গেট করে কেবল নারীদের হত্যা করতেন এই ‘সিরিয়াল কিলার’। গত সপ্তাহে দুই নারী হত্যার তদন্ত করতে গিয়ে সাবেক ওই কর্মকর্তার সম্পৃক্ততা পায় পুলিশ। গ্রেফতার করা হয় তাকে। চালচুপা শহরে তার বাড়িতে অভিযানের পর বেড়িয়ে আসে নজিরবিহীন অপরাধের প্রমাণ। খুনী চক্রে সহায়তার দায়ে গ্রেফতার করা হয়েছে আরও অন্তত ১০ জনকে।

এল সালভাদরের প্রসিকিউটর ম্যাক্স মুনোজ জানান, এখানে আরও কতগুলো লাশ রয়েছে আমরা নিশ্চিত না। বহু বছর আগের লাশও আছে এখানে। সব খোঁড়াখুড়ি শেষ করতে হয়তো এক মাস লেগে যাবে। সম্ভবত সে কেবল, নারীদেরই টার্গেট করতো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply