প্রথম ওভারেই চমক মোস্তাফিজের

|

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের প্রথম ওভারেই চমক দেখিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ। প্রথম ওভারের চতুর্থ বলে লংকান টপঅর্ডার ব্যাটার পাথুম নিশাঙ্কাকে ক্যাচ তুলতে বাধ্য করেন তিনি।

মোস্তাফিজের শিকার হওয়ার আগে ১৩ বলে ৮ রান করেন লংকান এ ব্যাটার। তার বিদায়ের মধ্য দিয়ে ৭.৪ ওভারে ৪১ রানে ২ উইকেট হারায় শ্রীলংকা।

২৫৮ রানের টার্গেটে মাঠে নেমে দলীয় ৩০ রানে মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ফেরেন ওপেনার ধানুস্কা গুনাথিলাকা।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের ফিফটিতে ৬ উইকেটে ২৫৭ রান করে বাংলাদেশ।

ম্যাচ শুরু আগে আগেই করোনার ধাক্কা। করোনা পজেটিভ এসেছিল লঙ্কান দলের তিন সদস্য— বোলিং কোচ চামিন্ডা ভাস ও দুই ক্রিকেটার ইসুরু উদানা ও শিরান ফার্নান্দোর। পরে অবশ্য আরেকটি পরীক্ষায় ভাস আর উদানার করোনা নেগেটিভ এলেও শিরান এখনো পজিটিভ। সব মিলিয়ে শঙ্কা জেগেছিল ম্যাচটি হবে কিনা, তা নিয়েই। তবে শেষ পর্যন্ত মাঠে খেলাটি মাঠে গড়ালো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply