পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড়ে রূপ নিতে যাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস

|

আজ সোমবার (২৪ মে) বিকালেই পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নেবে ইয়াস। এর প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণায় ঝড়ো হাওয়াসহ হচ্ছে বৃষ্টিপাত।

আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামীকাল মঙ্গলবার (২৫ মে) অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ইয়াস। সে সময় ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বাতাসের গতিবেগ।

বুধবার (২৭ মে) সন্ধ্যা নাগাদ আছড়ে পড়বে পারা এবং সাগরদ্বীপের মধ্যবর্তী কোন ভূখণ্ডে। এরই মাঝে গভীর সমুদ্র থেকে জেলে এবং নাবিকদের তীরে ফেরার সর্তকতা জারি করা হয়েছে। উপকূলে ঘোষণা করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। তাই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে হাজারো মানুষকে।

এরই মধ্যে পুরো বিষয় নজরদারি করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অর্থ-সহযোগিতার ঘোষণাও দিয়েছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply