ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাফিজের মৃত্যু আত্মহত্যা নয় বলে দাবি সহপাঠীদের

|

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাফিজের মৃত্যু আত্মহত্যা নয় বলে দাবি করেছেন তার সহপাঠীরা। তারা বলেছেন, হাফিজ মাদকাসক্ত ছিলেন না। তার মৃত্যু অস্বাভাবিক।

হাফিজকে হত্যা করা হয়েছে দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে টিএসসি’র রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সহপাঠীরা।

তারা জানান, ৭ দিনের বেশি সময় মর্গে পড়ে থাকায় মরদেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি রয়েছে বলেও অভিযোগ করা হয় মানববন্ধন থেকে।

ঢাবি শিক্ষার্থী হাফিজের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানান সহপাঠীরা। মানববন্ধন শেষে ঢাবি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে দেখা করার কথা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply