চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের লকডাউন ঘোষণা

|

হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়া এবং ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শঙ্কা বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের জন্য বিশেষ লকডাউন করা হয়েছে।

আজ সোমবার (২৪ মে) দুপুরে জেলা প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয় ৭৬ জনের শরীরে। আক্রান্তের হার ক্রমশ ঊর্ধ্বমুখী। জেলার সদর ও শিবগঞ্জ উপজেলা হটস্পটে পরিণত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। ভারতের মালদা ও মুর্শিদাবাদ সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ।

গত কিছুদিন ধরেই এখানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। আক্রান্তদের করোনার ধরন জানতে নমুনা সংগ্রহের পর জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদফতরে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply