প্রতারণার আশ্রয়ে বিমান অবতরণ; বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইইউ’র

|

প্রতারণার আশ্রয়ে বিমান অবতরণ; বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইইউ'র

প্রতারণার আশ্রয় নিয়ে বিমান অবতরণে বাধ্য করায় ঘটনায় বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলো ইউরোপীয় ইউনিয়ন। সোমবার ব্রাসেলসে ইইউ’র জরুরি বৈঠকে আসে এ ঘোষণা।

সিদ্ধান্ত অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের আকাশে ওড়ার বিষয়ে নিষেধাজ্ঞার কবলে পড়বে বেলারুশের এয়ারলাইনস গুলো। ইইউ’র কোনো ফ্লাইটও ব্যবহার করবে না বেলারুশের আকাশসীমা। ইইউর তিনশ’ কোটি ইউরোর বিনিয়োগ প্যাকেজও স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসবে বলেও জানান ইইউ নেতারা।

রোববার বেলারুশ সরকারের সমালোচক সাংবাদিক রোমান প্রোতেসিভিচকে আটকে ভয়াবহ প্রতারণার আশ্রয় নেয় বেলারুশ। বিমানে বোমা আছে, এমন ভুয়া তথ্য দিয়ে লিথুয়ানিয়াগামী বিমানকে জরুরি অবতরণে বাধ্য করা হয় দেশটিতে। গ্রেফতার করা হয় রোমানকে। এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বে। বিষয়টিকে বিমান ছিনতাই ও সন্ত্রাসবাদের সাথে তুলনা করেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply