বাদ পড়েছেন সার্জিও রামোস

|

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য ঘোষিত দল থেকে বাদ পড়েছেন সার্জিও রামোস। ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে রাখেননি স্প্যানিশ কোচ লুইস এনরিকে।

রিয়াল মাদ্রিদ অধিনায়ক রামোস চলতি মৌসুমে চোটের কারণে মাত্র ৫ ম্যাচে নামতে পেরেছিলেন। চোটের কারণে মাঠে না নামা আর অনুশীলনের মধ্যে না থাকাই কাল হয়ে দাড়ালো রামোসের জন্য। তবে তাকে বাদ দেয়া যে কঠিন সিদ্ধান্ত ছিলো সেটি স্বীকার করে নিয়েছেন এনরিকে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য আসন্ন আসরে সব দলকে ২৪ জনের জায়গায় ২৬ জনের স্কোয়াড ঘোষণা করার সুযোগ দিয়েছে উয়েফা। কিন্তু এনরিকে সে পথে হাঁটেননি।

২০২০ ইউরোর জন্য স্পেনের ২৪ সদস্যের দল-
গোলরক্ষক: উনাই সাইমন, দাভিদ দি গিয়া, রবার্ত সানচেজ।

ডিফেন্ডার: হোসে গায়া, জর্দি আলবা, পাউ তরেস, আইমেরিক লাপোর্তে, এরিক গার্সিয়া, দিয়েগো লোরেন্তে, সিজার আজপিলিকুয়েতা, মার্কোস লোরেন্তে।

মিডফিল্ডার: সের্জিও বুসকেতস, রদ্রি, পেদ্রি, থিয়াগো, কোকে, ফ্যাবিয়ান রুইজ।

ফরোয়ার্ড: দানি ওলমো, মিকেল ওয়ারজাবল, আলভারো মোরাতা, জেরার্দ মোরেনো, ফেরান তরেস, অ্যাদামা ত্রাউরে, পাবলো সারাবিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply