হাবীবুল্লাহ সিরাজীর দাফন সম্পন্ন

|

হাবীবুল্লাহ সিরাজীর দাফন সম্পন্ন

রাজধানীর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। আজ মঙ্গলবার (২৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে তাকে দাফন করা হয়। এর আগে আজিমপুর কবরস্থানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১০টায় হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বাংলা একাডেমিতে নেয়া হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। পরে নেয়া হয় আজিমপুর কবরস্থানে, সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে দাফন হয়। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ২৫ এপ্রিল হাসপাতালে ভর্তি হন কবি হাবিবুল্লাহ সিরাজী। ২০১৮ সালের ডিসেম্বর মাসে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুরে জন্ম গ্রহণ করেন। কবিতার জন্য ২০১৬ সালে একুশে পদক এবং ১৯৯১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন তিনি। গদ্য-কবিতা মিলিয়ে হাবিবুল্লাহ সিরাজীর গ্রন্থের সংখ্যা প্রায় ৫৯টি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply