২৪ ঘণ্টায় পায়রা তাপ বিদুৎকেন্দ্রে চীনা নাগরিকসহ ৫৭ জনের করোনা শনাক্ত

|

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭ জন ক‌রোনায় আক্রান্ত হয়েছেন। এরা সবাই পায়রা ১৩২০‌ মেঘাওয়াট তাপ‌ বিদ্যুৎকেন্দ্রে কর্মরত। এর ম‌ধ্যে চীনা নাগ‌রিক র‌য়ে‌ছে ৩৫জন। পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাংগীর আলম শিপন বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

জেলা সি‌ভিল সার্জন অ‌ফিস সূ‌ত্রে জানা গে‌ছে, গত ২৪ ঘণ্টায় পটুয়াখালী জেলার অন্য কোনো উপজেলায় কেহ কোভিড পজেটিভ সনাক্ত হয়নি। শুধুমাত্র কলাপাড়া উপজেলায় ৫৭ জন কোভিড পজেটিভ সনাক্ত হয়েছে। এরা সবাই পায়রা তাপ‌ বিদ্যুৎকে‌ন্দ্রে কর্মরত। তি‌নি জানান, এ‌দের‌কে তাদের নিজস্ব আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, পায়রা তাপ বিদুৎকেন্দ্র কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় সেখানে কর্মরত ১০০০ জনের ক‌রোনা পরীক্ষা সম্পন্ন করেন। পরীক্ষায় ৫৭ জন কোভিড পজেটিভ সনাক্ত হয়েছেন এর মধ্যে ৩৫ জন চীনা নাগ‌রিক এবং বাংলাদেশি ২২ জন রয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, পায়রা তাপবিদুৎ কেন্দ্রে ৪০০-৪৫০ জন চীনের শ্রমিক কর্মরত। এর আগে চলতি মে মাসের ১ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত পায়রা তাপবিদুৎ কেন্দ্রে ১৫ জন চীনা নাগরিক ক‌রোনায় আক্রান্ত হয়েছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply