ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতে সন্তানকে রক্ষায় মরিয়া হাতিরাও!

|

ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতে শুধু বাসিন্দারাই তটস্থ নন, সন্তানকে রক্ষায় মরিয়া হাতিরাও।

তেল আবিবের কাছে রামাতগান সাফারি পার্কে দেখা যায় বিরল দৃশ্য।

ভিডিওতে দেখা যায়, রকেট হামলার আগে সাইরেনের শব্দ শুনে বাচ্চাকে ঘিরে ধরছে একদল হাতি। আসন্ন বিপদ বুঝতে পেরে শাবকটির চারপাশে তারা ঘুরতে থাকে।

প্রাণীদের এমন আচরণ অবশ্য নতুন নয়। বন্য পরিবেশে বিপদের গন্ধ পেলে অবুঝ প্রাণীরা তৈরি করে এমন সুরক্ষা বলয়। আর মাঝে রাখে পরিবারের সবচেয়ে ছোটো সদস্যটিকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply