ময়মনসিংহ মেডিকেলে নবাগতদের স্বাগত জানানো নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

|

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তির দিন ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতির ঘটনায় ছয়জন আহত হয়েছে। এ ঘটনায় হলে অবস্থানরত শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ মে) বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বৈশ্বিক (২২), জাহিদুল ইসলাম তুষার (২৫), সৌরভ (২৩) মেহেদী হাসান (২৩), আল-আমিন (২১) ও সুনীতি কুমার (২৪)। তারা প্রত্যেকেই ময়মনসিংহ মেডিকেল কলেজের ৫৫ তম ব্যাচের শিক্ষার্থী।

মমেকের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ জানিয়েছেন, নবাগতদের স্বাগত জানাতে আসা দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে ঘটনার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, সংঘর্ষে ছয় জন আহত। তবে গুরুতর কোনো আহতের ঘটনা ঘটেনি। ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে এই সংঘর্ষটি হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply