চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের দ্বিতীয় দিনে সড়কে মানুষের চলাচল কম

|

চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের দ্বিতীয় দিনে সড়কে মানুষের চলাচল কম

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউনের দ্বিতীয় দিনে সড়কে মানুষের চলাচল কম। হাট-বাজার ছাড়া প্রায় সব দোকানপাট বন্ধ। লকডাউনে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে না।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ সীমান্তের অন্তত ১০টি সংযোগ সড়কে চেকপোষ্ট বসিয়েছে পুলিশ। জরুরী সেবা ও পণ্যবাহী গাড়ি ছাড়া অন্যান্য পরিবহন ও মানুষের যাতায়াত বন্ধ রয়েছে। একইভাবে রাজশাহী থেকে কোনো যানবাহন জেলার সীমানায় প্রবেশ করতে তল্লাশীর মুখে পড়ছে। করোনার বিস্তার ঠেকাতে জন প্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় স্বাস্থ্য বিভাগ মাঠে সমন্বিত উদ্যোগে কাজ করছে বলে জানান কর্মকর্তারা।

করোনা সংক্রমণের হার ৫০ শতাংশের বেশি হওয়ায় ৩১ মে পর্যন্ত স্থানীয় প্রশাসন লকডাউনের ঘোষণা দেয়।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply