ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় ৯ জেলার ২৭ উপজেলা ক্ষতিগ্রস্ত

|

ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় ৯ জেলার ২৭ উপজেলা ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় ইয়াসের বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। দুর্যোগ ব্যবস্থাপণা মন্ত্রনালয় জানিয়েছে এর প্রভাবে উপকূলের ৯টি জেলার ২৭টি উপজেলা প্লাবনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান, উপকুলীয় কিছু এলাকায় বাঁধ ভেঙ্গে গেছে। বাঁধ মেরামতের জন্য পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করছে। ষাটের দশকে বেশিরভাগ বাঁধ নির্মিত হওয়ায় ঝড়ের সময় সংকট দেখা দিচ্ছে।

প্রতিমন্ত্রী আরও জানান, ৩৭ বিলিয়ন ডলার ব্যায়ে ২০৩১ সালের মধ্যে উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণের পরিকল্পনা আছে সরকারের। ঘূর্ণিঝড়ে কৃষক ও মৎস্যজীবী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের স্বল্পসুদে ঋণ দিবে সরকার।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply