পাসপোর্ট থেকে ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া দুঃখজনক: ফখরুল

|

বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিকেলে বারিধারায় ফিলিস্তিনের দূতাবাসে রাষ্ট্রদূত ইউসেফ রামাদানের কাছে ঔষধসামগ্রি হস্তান্তর করার সময় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম সামান্য হলেও ফিলিস্তিনিদের এই সংগ্রামে সাহায্য হবে। এছাড়া প্যালেস্টাইনের প্রেসিডেন্টকে চিঠি দিয়ে ফিলিস্তিনিদের সংগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করেছেন বলেও জানান তিনি।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ রামাদান এই সহযোগিতার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফিলিস্তিনি জনগণ এই সহযোগিতার কথা কখনোই ভুলবে না বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply