পরিবেশবান্ধব জ্বালানিতে আলোকিত আইফেল টাওয়ার

|

প্যারিসের আইফেল টাওয়ারে নানা রঙের আলোকসজ্জা নতুন কিছু নয়। তবে, এই প্রথম হাইড্রোজেনে উৎপাদিত বিদ্যুতে আলোকিত হলো বিশ্বখ্যাত স্থাপনাটি।

মঙ্গলবার রাতে, হাইড্রোজেন পাওয়ার জেনারেটরের মাধ্যমে প্রজ্বলিত হয় কয়েক হাজার স্পটলাইট। মূলতঃ পরিবেশবান্ধব জ্বালানির জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ। আইফেল টাওয়ারের ১৩০ বছরের বেশি সময়ের এই ইতিহাসে এই প্রথম ডিজেল জেনারেটর ছাড়া বিকল্প কোনো জ্বালানির উৎস ব্যবহৃত হলো। এই উদ্যোগটি নিয়েছে ফরাসি জ্বালানি কোম্পানি এনার্জি অবজারভার।

ফ্রান্সের সেইন্ট ম্যালোতে অবস্থিত উদ্যোক্তা প্রতিষ্ঠান এনার্জি অবজারভারের দাবি, হাইড্রোজেন জ্বালানি নবায়নযোগ্য। এর জেনারেটর পরিবেশের জন্য ক্ষতিকর কোনো গ্যাস, বিশেষত কার্বন নিঃসরণ করবে না। এছাড়া ফ্রান্সের জনসাধারণ, তাদের ব্যবসা বাণিজ্য ও আঞ্চলিক বিভিন্ন কর্তৃপক্ষের কাছে পরিবেশবান্ধব এই জ্বালানিকে জনপ্রিয় করার লক্ষেই তারা প্যারিসের আইকনিক স্থাপনাটিকে বেছে নিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply