থাইল্যান্ডে অবৈধভাবে পাচারের সময় ১’শ বানর উদ্ধার

|

থাইল্যান্ডে অবৈধভাবে পাচারকৃত প্রায় ১’শ বানর উদ্ধার হয়েছে। ম্যাকাকিউ প্রজাতির লম্বা লেজের বানরগুলোকে উদ্ধারের খবর নিশ্চিত করেছে থাই বন্য প্রাণী কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ট্রাকে করে কম্বোডিয়ার সীমান্তবর্তী একটি থাই প্রদেশে পাচারের সময় চেকপয়েন্টে ধরা পড়ে অবৈধ কার্যক্রমটি। জালের নীল ব্যাগে আটকে পাচার করা হচ্ছিল প্রাণীগুলোকে।

রয়টার্সের একটি ভিডিও ফুটেজে দেখা যায় বাতাসের জন্য হাঁসফাঁস করছে বানরগুলো। জরুরি চিকিৎসায় সীমান্তবর্তী এলাকাটিতে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। উদ্ধারকৃত বানরগুলোর ১৮টি মারা গেছে।

চিকিৎসাধীন আরও ৪টির অবস্থা সঙ্কটাপন্ন। বন্যপ্রাণী চোরাচালানের অভিযোগে ট্রাকের চালককে গ্রেফতার করেছে পুলিশ। পাচার কাজে জড়িত পুরো দলটিকে ধরতে তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply