‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বিমানবাহিনী’

|

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনে বিমানবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

আজ রোববার (৩০ মে) সকালে ঢাকা সেনানিবাসে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মধ্য আফ্রিকান রিপাবলিকানগামী বিমানবাহিনীর একটি কন্টিনজেন্ট সদস্যদের প্রয়োজনীয় ব্রিফ করেন বিমানবাহিনী প্রধান। বিমানবাহিনীর ১২৫ জন সদস্য যাচ্ছেন মধ্য আফ্রিকান রিপাবলিকানে শান্তিরক্ষা মিশনে। এ মিশনে নাইটভিশন প্রযুক্তি ও সমরাস্ত্র ব্যবহার উপযোগী ৩টি হেলিকপ্টার ও গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট ব্যবহার করা হবে। এ সময় বিমানবাহিনী প্রধান জাতিসংঘের মিশনে যাওয়া সদস্যদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে পালনের আহবান জানান। মিশনের সাফল্য কামনায় মোনাজাত করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply