‘পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দ বাদ দেয়ায় দেশের মানুষ ক্ষুব্ধ’

|

পাসপোর্ট থেকে ‘ইসরায়েল’ শব্দ বাদ দেয়ায় দেশের মানুষ ক্ষুব্ধ। সংসদে আলোচনা না করেই এমন সিদ্ধান্ত নেয়াকে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

রোববার (৩০ মে) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, ‘একসেপ্ট তাইওয়ান’ শব্দ পাসপোর্ট থেকে বাদ দেয়ায় অন্য দেশ থেকে ভিসা নিয়ে তাইওয়ানে যাওয়া যায়। একইভাবে ইসরায়েলে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

রেজাউল করীম বলেন, মাদকাসক্ত ও অনলাইনে পড়ালেখার অজুহাতে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি সীমা ছাড়িয়েছে। সরকার ভ্যাকসিন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বললেও ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়েছে। তাই শিক্ষা প্রতিষ্ঠান অচিরেই খুলে দেয়ার দাবি জানিয়েছে দলটি।

এ দাবিতে আগামী ২ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও ৫ জুন বিকেল ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply