‘কারো হস্তক্ষেপের কারণেই রায়ের কপি পেতে দেরি হচ্ছে’

|

কারো হস্তক্ষেপের কারণেই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সত্যায়িত কপি পেতে বিলম্ব হচ্ছে। এমন অভিযোগ করেছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

আজ রোববার সকালে বড়পুকুরিয়া দুর্নীতি মামলার শুনানি শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আদালত বড়পুকুরিয়া দুর্নীতি মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ২৫ মার্চ নির্ধারণ করেন। সেইসাথে মামলায় অপর দুই আসামি আমিনুল হক ও আলতাফ হোসেন চৌধুরীর উচ্চ আদালতে করা দুটি স্থগিতাদেশের আবেদনের বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা বিশেষ আদালতে দাখিলের নির্দেশও দেয়া হয়েছে।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন।

দুদকের উপ-পরিচালক মো. আবুল কাসেম খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রও দাখিল করেন। এ মামলায় রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply