চীনে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের পর কড়াকড়ি আরোপ

|

চীনে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের পর কড়াকড়ি আরোপ

চীনের গুয়াংডং প্রদেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের পর ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। লকডাউন ঘোষণা করা হয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংঝাও-য়ে।

কোনোভাবেই যেন ধরণটি ছড়িয়ে পড়তে না পারে সেই সতর্কতায় রাজ্যটিতে শুরু হয়েছে করোনার গণপরিক্ষা। এই সময়ে সবাইকে বাধ্যতামূলক ঘরে থাকতে বলা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে প্রদেশটির সব গুলো শিক্ষা প্রতিষ্ঠান।

দেশটির সরকারি তথ্য বলছে, শুক্রবার পর্যন্ত গুয়াংডং প্রদেশে ৩২ করোনা রোগী শনাক্ত হয়। চীন সরকারের বর্তমান কৌশল, কারও শরীরে সংক্রমণ দেখা দিলেই পুরো এলাকার বাসিন্দাদের করা হবে করোনা পরীক্ষা। শনিবার পর্যন্ত গুয়াংডং প্রদেশের প্রায় ৯৫ লাখ মানুষকে দেওয়া হয় করোনার টিকা।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply